কুয়েতে অগ্নিকাণ্ডে মৃত্যু বেড়ে ৪১

: আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৬ মাস আগে

কুয়েতের দক্ষিণাঞ্চলের মানগাফ শহরে শ্রমিকদের আবাসিক ভবনে আগুন লেগে নিহতের সংখ্যা বেড়ে ৪১ জন হয়েছে। এতে আহত হয়েছেন আরও অনেকে। দেশটির উপ-প্রধানমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল-সাবাহ ঘটনাস্থল পরিদর্শনকালে এসব তথ্য জানান। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

মেজর জেনারেল ইদ রাশেদ হামাদ জানান, স্থানীয় সময় সকাল ৬টার দিকে আগুনের খবর কর্তৃপক্ষকে জানানো হয়।

আরেক সিনিয়র পুলিশ কমান্ডার রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেছেন, যে ভবনে আগুন লেগেছে সেটিতে নির্মাণশ্রমিকরা থাকতেন এবং সেখানে প্রচুর সংখ্যক শ্রমিক ছিল। কয়েক ডজনকে উদ্ধার করা হয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত আগুনের ধোঁয়ায় শ্বাস নেওয়ার ফলে অনেকের মৃত্যু হয়েছে।

  • কুয়েত
  • মধ্যপ্রাচ্য
  • রয়টার্স
  • #