সমাপ্ত হল ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ

:
প্রকাশ: ৬ মাস আগে

বর্ণাঢ্য আয়োজন ও প্রতিযোগিতার মাধ্যমে আজ বুধবার (১২জুন) সমাপ্ত হল ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর কর্তৃক আয়োজিত ২ (দুই) দিনব্যাপী এ অনুষ্ঠানের মধ্যে ছিলো বিজ্ঞান অলিম্পিয়াড, কুইজ, বিজ্ঞান নাটিকা এবং বিভিন্ন বৈজ্ঞানিক উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনী। বাংলাদেশের ৬৪টি জেলা থেকে প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়ে ৭ শতাধিক প্রতিযোগী গত ২ দিন ধরে কেন্দ্রীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। শিক্ষার্থী, তরুণ বিজ্ঞানী, উদ্ভাবক, শিক্ষক ও অভিভাবক মিলে প্রায় সহস্রাধিক অতিথির পদচারণায় মুখরিত ছিলো জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্স ভবন।

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের  সচিব মো. আলী হোসেন, বুয়েটের সাবেক উপাচার্য ড. মো. নজরুল ইসলাম এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থার সংস্থা প্রধানগণ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আব্দুর রাজ্জাক।

  • বিজ্ঞান
  • #