মন আবহাওয়ার মতো দ্রুত বদলায়

: সালমা ফাইয়াজ
প্রকাশ: ৬ মাস আগে
সালমা ফাইয়াজ

জীবন নিয়ে উক্তি- মানুষের মন আবহাওয়ার মতো দ্রুত বদলায়। তাই দ্রুত সিদ্ধান্ত নিতে শিখুন। আজকের দিনটিকে জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন বলে ভাবতে শিখুন। আজকের দিনে কী করবেন তার ওপর আপনার  ভবিষ্যৎ নির্ভর করছে। আগামীকাল কী করবেন তার ওপর নয়।

আগামীকাল একটি নতুন দিন। আজকের দিনটির সঙ্গে তার কোনো মিল খুঁজে পাবেন না। একটা  দিন দ্রব্যমূল্য বৃদ্ধির পক্ষে, আবহাওয়া পরিবর্তনের পক্ষে যথেষ্ট। কে জানে আগামীকাল আপনি  আজকের মতো সুস্থ থাকবে  কিনা। মানুষের মন আবহাওয়ার মতো দ্রুত বদলায়। কে বলতে পারে  আজ যিনি আপনার পাশে রয়েছেন কাল থাকবেন কিনা। সুতরাং যে সুযোগ হাতের কাছে আসছে  আজই তাকে গ্রহণ করুন। কাল তা হাতছাড়া হয়ে যেতে পারে। আজ হাতের কাছে যা পাচ্ছেন নিয়ে নিন। ভালো না লাগলে কাল তা ছেড়ে দিন। কিন্তু আজ তা ছাড়বেন না। সুযোগ বারবার নাও আসতে পারে। আজকের দিনটি চুটিয়ে উপভোগ করুন। আজকের হাসি-খুশি বন্ধু কাল বিমুখ হবেন কিনা কে বলতে পারে? আজ তার উষ্ণ সান্নিধ্য প্রাণভরে উপভোগ করুন। আপনার স্ত্রী-সন্তানকে একটু  বেশি করে ভালোবাসুন। কাল হয় তো আপনাকে দূরে কোথাও চলে যেতে হবে। কোনো জরুরি কাজ  কালকের জন্য ফেলে রাখবেন না।

অনেকদিন ধরে পরিবার নিয়ে বাইরে খাওয়ার কথা ভাবছেন, আজই খেতে যান। মনের মানুষকে  বলতে পারছেন না, আমি তোমায় ভালোবাসি, আজই বলুন। আজকের দিনটিতে ভালো-মন্দ যা-ই  ঘটুক না কেন, আজকের দিনটিকে সেরা দিন বলে মনে করুন।

পজিটিভ মানুষেরা সবসময় পরিপূর্ণ ভাবেন। আর নেগেটিভ মানুষেরা সবসময় নিজেদের শূন্য ভাবেন, নিঃস্ব ভাবেন। নিজেকে সবসময় পরিপূর্ণ ভাবুন। আজকের দিনটাও পরিপূর্ণ হয়ে উঠবে।

 লেখক : বিশ্লেষক ও সমাজকর্মী

  • আবহাওয়া
  • জীবন নিয়ে উক্তি
  • মানুষের মন
  • সিদ্ধান্ত
  • #