আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহা। আজ সোমবার (১৭ জুন) ধর্মপ্রাণ মানুষ ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে এ দিনটি উদযাপন করবেন। লোভ-লালসা, হিংসা-বিদ্বেষসহ মনের পশুত্বকে কোরবানি করে ত্যাগের দিক্ষা-শিক্ষায় নিজেকে তৈরি করাই ঈদুল আজহার তাৎপর্য।
আত্মত্যাগ, আত্মসমর্পণ ও নিজেকে উৎসর্গ করার মহিমায় উদ্ভাসিত মুসলিম উম্মাহর বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা আজ। ঈদুল আজহার নামাজ শেষে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় হবে পশু কোরবানি। বাংলাদেশে সাধারণত গরু বা ছাগল কোরবানি দেওয়া হয়।
এ উৎসবের সঙ্গে মিশে আছে চরম ত্যাগের দৃষ্টান্ত। আল্লাহর নির্দেশে নিজ পুত্র হজরত ইসমাইলকে (আ.) কোরবানি করতে উদ্যত হয়ে হজরত ইব্রাহিম (আ.) আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা, অবিচল আনুগত্য ও অসীম আত্মত্যাগের যে সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা অতুলনীয়।
এদিকে, দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।