পাঁচ উইকেট হারিয়ে ২১৭ রান তুলেছে লঙ্কানরা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৯ মাস আগে

সিলেট টেস্টের প্রথম সেশনে দাপট দেখিয়ে শ্রীলঙ্কার ৫ উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ। তাতে দ্বিতীয় সেশনে প্রতিপক্ষকে অল্পতে গুটিয়ে দিবে বলে মনে হচ্ছিল। তবে মধ্যাহ্নভোজের পর ফিরে উল্টো চড়াও হয়েছেন সফরকারী দুই ব্যাটার কামিন্দু মেন্ডিস ও ধনঞ্জয়া ডি সিলভা। চা পানের বিরতিতে যাওয়ার আগে সেই পাঁচ উইকেটে ২১৭ রান তুলেছে লঙ্কানরা। অর্থাৎ দ্বিতীয় সেশনে কোনো উইকেট না হারিয়ে তুলেছে ১২৫ রান।
১৬০ রানের অবিচ্ছেদ্য জুটিতে অধিনায়ক ধনঞ্জয়া ৮৩ ও কামিন্দু ৭৫ রানে অপরাজিত আছেন। দ্বিতীয় সেশনে বাংলাদেশের পেসারদের সঙ্গে স্পিনাররাও সুবিধা করতে পারেননি। এর আগে ওপেনার নিশান মাদুশাকা ২ রানে, কুশল মেন্ডিস ১৬ ও দিমুথ করুনারত্নে ১৭ রান করে খালেদ আহমেদের বলে আউট হয়েছেন। অ্যাঞ্জেল ম্যাথুস ৫ করে রান আউট হয়েছেন। দিনেশ চান্দিমাল ফিরেছেন ৯ রানে।

বাংলাদেশ একাদশ : মাহমুদুল জয়, জাকির হাসান, নাজমুল শান্ত, মুমিনুল হক, লিটন দাস, শাহাদাত হোসেন, মেহেদী মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা।
শ্রীলঙ্কার একাদশ : দিমুথ করুনারত্নে, নিশান মাদুশান, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেল ম্যাথুস, দিনেশ চান্দিমাল, ধনাঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস, প্রবাথ জয়সুরিয়া, বিশ্ব ফার্নান্দো, কাশুন রাজিথা, লাহিরু কুমারা।
#