কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় রাজধানীর শতভাগ বর্জ্য অপসারণ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন। সোমবার (১৭ জুন) রাতে পৃথক দুই বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দুই সিটি করপোরেশন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণ সিটির ৭৫টি ওয়ার্ডের বর্জ্য অপসারণ করা হয়েছে। ঈদের দিন দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে ৬২ নম্বর ওয়ার্ডের বর্জ্য অপসারণের মধ্য দিয়ে এই কার্যক্রম শেষ হয়।
অন্যদিকে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত ছয় ঘণ্টার মধ্যে উত্তর সিটির কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ করা হয়েছে।