শূন্যতা
আকাশ মেঘে ঢাকা,
সূর্য করছে অপেক্ষা
মেঘের প্রস্থানের।
অবাক চোখে তাকিয়ে
ঐ দূর আকাশ পানে
ভাবছি আমি।
কী সেই শক্তি?
যা দিয়েছে আমাদের স্বাধীনতা,
মুক্তভাবে বেঁচে থাকতে
এই পৃথিবীতে!
শুনেছি সেই ছোট্টবেলায়
সৃষ্টির নাকি শুরু শূন্যতায় !
এখনি নামবে বৃষ্টি,
ধরণি তাকিয়ে আছে
দু’চোখ মেলে আকাশ পানে।
মনে প্রশ্ন।
আকাশ আর ধরণির
মাঝে কি আছে?
বিশাল শূন্যতা…
পৃথিবীর যা কিছু সৃষ্টি,
তার শুরু শূন্যতা থেকে।
তবে কেন এত অবহেলা,
বিশাল এই শূন্যতাকে…?