ডিএনএ নমুনা দিতে এমপি আনার কন্যাকে ডাকল ভারত

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ years ago
ছবি : মুমতারিন ফেরদৌস ডরিন ও নিহত এমপি আনোয়ারুল আজিম আনার

এমপি আনোয়ারুল আজিম আনার লাশের ফরেনসিক প্রতিবেদন পেয়েছে ভারতের সিআইডি। এরপরই ডিএনএ নমুনা দিতে এমপি আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনকে ভারতে ডেকেছে তারা। এ তথ্য নিশ্চিত করেছেন এমপি আনারের ব্যক্তিগত সহকারী আব্দুর রউফ।

আব্দুর রউফ জানান, বৃহস্পতিবার ভারতের সিআইডির এক কর্মকর্তা ডরিনকে ফোন করে ডিএনএ নমুনা দিতে এক সপ্তাহের মধ্যে ভারতে যাওয়ার কথা বলেছেন। বিষয়টি ডিবি পুলিশকে জানানো হয়েছে।

এদিকে এমপি আনার হত্যার ঘটনায় গ্রেপ্তার জেলা আওয়ামী লীগ নেতা সাইদুল করিম মিন্টু আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি। রিমান্ডে নিজেকে নির্দোষ দাবি করেছেন তিনি। তবে এমপি আনার হত্যাকাণ্ডে তার সংশ্লিষ্টতা পাচ্ছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

  • এমপি আনার
  • ভারত
  • সিআইডি
  • হত্যা
  • #