কিংবদন্তি ফুটবলার পেলের মায়ের ১০১ বছর বসয়ে মারা গেলেন

:
প্রকাশ: ২ years ago

ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে ২০২২ সালের ২৯ ডিসেম্বর মারা যান । ছেলের মৃত্যুর পরও বেঁচেছিলেন তার রত্নগর্ভা মা সেলেস্তে আরান্তেস। শুক্রবার (২১ জুন) ১০১ বছর বয়সে মারা গেছেন কিংবদন্তি এই ফুটবলারের মা।

পেলের মায়ের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন পেলের বড় ছেলে বার্তায় এদিনহো। ইনস্টাগ্রামে এক বার্তায় তিনি লেখেন, ‘শান্তিতে ঘুমাও দাদি মা।’

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আরান্তেস ৮ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার পর শুক্রবার মারা যান তিনি। পেলের মৃত্যুর সময় পরিবারের পক্ষ থেকে জানানো হয়, আরান্তেসের কগনিটিভ জটিলতা আছে এবং ছেলের মৃত্যু সম্পর্কে কিছুই জানতেন না তিনি।

  • কিংবদন্তি
  • পেলে
  • ফুটবলার
  • #