বরগুনায় সেতু ভেঙে ৯ জন নিহতের ঘটনায় ২ তদন্ত কমিটি

: বরিশাল ব্যুরো
প্রকাশ: ৬ মাস আগে

বরগুনা জেলার আমতলীতে সেতু ভেঙে মাইক্রোবাস নদীতে পড়ে ৯ জন নিহতের ঘটনায় ২টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তলিয়ে যাওয়া মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।

জেলা প্রশাসক মোহা. রফিকুল ইসলাম জানিয়েছেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনিমেষ বিশ্বাসকে প্রধান করে শনিবার রাতেই ৬ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসক কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অপরদিকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর আরেকটি ৩ সদস্যর তদন্ত কমিটি গঠন করেছে। পটুয়াখালীর তত্বাবধায়ক প্রকৌশলী মহির উদ্দিন শেখকে প্রধান করে এ তদন্ত কমিটি গঠন করা হয়।

আমতলীর ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান জানিয়েছেন, রোববার কমিটি তদন্ত কাজ শুরু করেছে।

  • বরগুনা
  • #