স্বরূপকাঠিতে নানা আয়োজনের মধ্য দিয়ে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আজ রোববার (২৩ জুন) উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, শোভযাত্রা, আলোচনা সভা, জন্মদিনের কেককাটাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে।
পিরোজপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ প্রথমে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। সকাল ১১টায় আওয়ামী লীগের নেতৃবৃন্দকে নিয়ে উপজেলা পরিষদ থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। পরে তার নিজ বাসভবনের হল রুমে আলোচনা সভার আয়োজন করেন।
এসময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মোহম্মদ শাহ আলম, পৌরমেয়র গোলাম কবির, উপজেলার আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মুহিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক এইচ এম ফুয়াদ, পিরোজপুর জেলা পরিষদের সদস্য জাকারিয়া স্বপন, বীর মুক্তিযোদ্ধা কাজি শাখাওয়াত হোসেনসহ দলীয় নেতৃবৃন্দ।