‘আমি আর পারছি না’স্ট্যাটাস লিখে এক নারী চিকিৎসক শরীরের আগুন দিয়ে আত্মহত্যা করেছেন। প্রথামিকভাবে পুলিশ প্রেমের কারণে এই আত্মহত্যা বলে ধারণা করছেন। মঙ্গলবার (২৫ জুন) সকালে পুলিশ ময়মনসিংহ নগরীর পন্ডিতপাড়া এলাকার একটি বাসা থেকে লাশ উদ্ধার করে। নিহত ডাক্তারের নাম অর্পনা বসাক (৩০)। তিনি জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মৃত রতন বসাকের মেয়ে।
জানা যায়, অপর্ণা ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত ছিলেন। তিনি শহরের পন্ডিতপাড়া এলাকার একটি ভাড়া বাসায় মা জোৎস্না বসাককে নিয়ে বাস করতেন। অপর্ণা বগুড়া মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেছেন।
মঙ্গলবার ভোরে অপর্ণা নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে লেখেন, ভালো থাকো। আমি আর পারছি না। হয়তো সবার মতে হেরে গেলাম। মুক্তি দিয়ে গেলাম।
নিহতের মা জোৎস্না বসাক জানান, সোমবার রাত দশটার পর খাবার খেয়ে নিজের কক্ষে ঘুমিয়ে পড়ে অপর্ণা। পরদিন সকালে ফেসবুকে তার স্ট্যাটাস দেখে ডাকাডাকি করলে কোনো সাড়া পাওয়া যায় না। পরে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসেকে খবর দেয়।
কোতোয়ালি মডেল থানার ওসি মাঈন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকাল সাড়ে ৯টার দিকে আমরা গিয়ে রান্নাঘরের দরজা ভেঙে অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করি। প্রাথমিক তদন্তে তিনি প্রেমের কারণে আত্মহত্যা করেছেন বলে মনে হচ্ছে।