বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে আদালতে আবেদন মতিউরপত্নী লায়লার

: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৬ মাস আগে

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য আলোচিত মো. মতিউর রহমানের প্রথম স্ত্রী লায়লা কানিজ বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার প্রত্যাহার চেয়ে আদালতে আবেদন করেছেন। আজ রোববার আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে এই আবেদন করেন তিনি। আগামী ২৭ জুলাই এই আবেদনের ওপর শুনানির দিন রেখেছেন ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন। এ তথ্য নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর (পিপি) মীর আহমেদ আলী সালাম।

পিপি মীর আহমেদ আলী সালাম গণমাধ্যমকে বলেন, এনবিআরের সাবেক সদস্য মো. মতিউর রহমানের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া গেছে। হুন্ডির মাধ্যমে বিপুল অঙ্কের অর্থ বিদেশে পাচারের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। মতিউর রহমান, লায়লা কানিজ, তাঁর ছেলেসহ পরিবারের সদস্যরা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এ জন্য ২৪ জুন তাঁদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করে দুদক। আদালত সেই আবেদন মঞ্জুর করেন।

মীর আহমেদ আলী সালাম আরও বলেন, আজ লায়লা কানিজ আদালতে হাজির হয়ে আবেদন করেন, তাঁর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার যে আদেশ, সেটি প্রত্যাহার করা হোক। তবে দুদকের পক্ষ থেকে এই আবেদনের বিরোধিতা করে আদালতে তিনি যুক্তি উপস্থাপন করেন। আদালতকে তিনি বলেন, লায়লা কানিজ ও তাঁর স্বামী মতিউরের বিরুদ্ধে বিপুল সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলমান। এ অবস্থায় নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো আইনি সুযোগ নেই। পরে আদালত শুনানির জন্য ২৭ জুলাই নতুন দিন ঠিক করেন।

আলোচিত মতিউরের মেয়ে ইপ্সিতাও শতকোটি টাকার মালিক!

  • এনবিআর
  • দুর্নীতি
  • #