দেশে মুক্তবুদ্ধিচর্চার অনেক প্রতিপক্ষ দাঁড়িয়ে গেছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম। তিনি বলেন, এ ধরনের অবস্থা কোনো জাতির জন্য ভালো কিছু বয়ে আনে না। শিক্ষাবিদ ও মুক্তিযুদ্ধের সংগঠক অধ্যাপক খান সারওয়ার মুরশিদের জন্মশতবর্ষ উদ্যাপন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সৈয়দ মনজুরুল ইসলাম এসব কথা বলেন।
আজ সোমবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে খান সারওয়ার মুরশিদ জন্মশতবর্ষ উদ্যাপন কমিটি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক পারভীন হাসান। তাঁর শিক্ষক ছিলেন প্রয়াত অধ্যাপক খান সারওয়ার মুরশিদ। অনুষ্ঠানটির সঞ্চালনা ও লিখিত বক্তব্য পাঠ করেন খান সারওয়ার মুরশিদের মেয়ে শারমীন মুরশিদ। এ আয়োজনে অধ্যাপক খান সারওয়ার মুরশিদের প্রকাশিত ও অপ্রকাশিত লেখা সংরক্ষণের ওপর জোর দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ফকরুল আলম। এ সময় আরও বক্তব্য দেন নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন।
খান সারওয়ার মুরশিদের জন্মশতবর্ষ উদ্যাপন উপলক্ষে গত জুন মাসে ২৪ সদস্যের একটি জাতীয় কমিটি গঠন করা হয়, যার আহ্বায়ক অধ্যাপক ফকরুল আলম।