মিরনজিল্লার হরিজনদের আপাতত উচ্ছেদ নয় : সুপ্রিমকোর্ট

: আদালত প্রতিবেদক
প্রকাশ: ৬ মাস আগে

পুরান ঢাকার মিরনজিল্লা সুইপার কলোনিতে থাকা হরিজন সম্প্রদায়ের বাসিন্দাদের উচ্ছেদপ্রক্রিয়ায় ৩০ দিনের জন্য স্থিতাবস্থা বজায় রাখা এবং অস্থায়ী আশ্রয়ণের ব্যবস্থাসংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিত হয়নি। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের করা আবেদনটি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য ৪ জুলাই নির্ধারণ করেছেন চেম্বার আদালত। আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম আজ সোমবার এ আদেশ দেন।

গত ১২ জুন ‘প্রতিবাদ করে উচ্ছেদ ঠেকাল শিক্ষার্থীরা, আতঙ্কে বাসিন্দারা’ শিরোনামে একটি গণমাধ্যমে এ প্রতিবেদন ছাপা হয়। পরদিন প্রতিবেদনটি যুক্ত করে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের তিন আইনজীবী রিট করেন। তাঁরা হলেন মনোজ কুমার ভৌমিক, উৎপল বিশ্বাস ও আইনুন্নাহার সিদ্দিকা।

ওই রিটের প্রাথমিক শুনানি নিয়ে ১৩ জুন হাইকোর্ট রুলসহ আদেশ দেন। আদেশে উচ্ছেদপ্রক্রিয়ার ওপর ৩০ দিনের জন্য স্থিতাবস্থা বজায় রাখতে পক্ষগুলোকে নির্দেশ দেওয়া হয়।

  • আপিল বিভাগ
  • সুপ্রিমকোর্ট
  • #