এলপিজির দাম এবার বাড়ল

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৬ মাস আগে
দাম কমল এলপি গ্যাসের

দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ভোক্তাপর্যায়ে ১২ কেজিতে এবার টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এর আগের তিন মাসে টানা কমেছিল এলপিজির দাম। গত মাসে কমেছিল ৩০ টাকা। ঘোষিত নতুন দর আজ মঙ্গলবার সন্ধ্যা ছয়টা থেকে কার্যকর হবে।

জুলাইয়ের জন্য প্রতি ১২ কেজির সিলিন্ডারের দর নির্ধারণ করা হয়েছে হাজার ৩৬৬ টাকা। গত জুনে দাম ছিল হাজার ৩৬৩ টাকা। এলপিজির ১২ কেজি সিলিন্ডার সবচেয়ে বেশি ব্যবহৃত হয় গৃহস্থালির কাজে।

  • এলপিজি
  • #