পশ্চিম আফ্রিকার সিয়েরা লিওনে বাল্যবিয়ে নিষিদ্ধ

: আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৬ মাস আগে

আনুষ্ঠানিকভাবে বাল্যবিয়ে নিষিদ্ধ করল পশ্চিম আফ্রিকার সিয়েরা লিওন। গতকাল মঙ্গলবার ( ২ জুলাই) দেশটির প্রেসিডেন্ট জুলিয়াস মাদা বায়ো নতুন এক বিলে স্বাক্ষরের মাধ্যমে এটিকে আইনে পরিণত করেন। খবর রয়টার্স ও বিবিসির।

সিয়েরা লিওনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, দেশটিতে লাখ লাখ মেয়ের বিয়ে ১৮ বছরের আগেই হয়ে যায়। তবে নতুন আইনের মাধ্যমে মেয়েরা রক্ষা পাবে।

গতকাল রাজধানী ফ্রিটাউনে নারীবাদী দল ও পশ্চিম আফ্রিকান ফার্স্ট লেডি আয়োজিত এক অনুষ্ঠানে জুলিয়াস বলেন, আমাদের নারীদের জন্য এবার স্বাধীনতা এলো।

দেশটির নতুন আইনে বলা হয়েছে, ১৮ বছরের কম বয়সী মেয়েকে কোনো পুরুষ বিয়ে করলে তাকে অন্তত ১৫ বছর জেলে কাটাতে হবে। সেইসঙ্গে জরিমানা দিতে হবে বাংলাদেশি মুদ্রায় সাড়ে লাখের বেশি টাকা। এ ছাড়া বাল্যবিয়েতে যারা উপস্থিত হবেন তাদেরও শাস্তির আওতায় আনা হতে পারে।

  • বাল্যবিয়ে
  • সিয়েরা লিওন
  • #