যুক্তরাষ্ট্রের ২৪৮তম স্বাধীনতা দিবস আজ

: আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৬ মাস আগে

যুক্তরাষ্ট্রের ২৪৮তম স্বাধীনতা দিবস আজ। ১৭৭৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্র স্বাধীনতা লাভ করে। প্রতিবছর ৪ জুলাই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে দিবসটি উদযাপন করে মার্কিনীরা। স্বাধীনতা দিবসের আয়োজনে স্ট্যাচু অব লিবার্টিকে বর্ণিল সাজে সজ্জিত করা হয়। এই স্ট্যাচু অব লিবার্টি যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতীক।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনে বলা হয়েছে, স্বাধীনতা দিবসের উৎসবক কেন্দ্র করে আয়োজন করা হয় কুচকাওয়াজ এবং কনসার্ট। চোখ ধাঁধানো আতশবাজিও থাকে অন্যতম আকর্ষণ।

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার প্রাক্কালে এই ১৩টি উপনিবেশ একসঙ্গে ইংল্যান্ডের রাজার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে স্বাধীনতা সংগ্রাম শুরু করে। আর সেই যুদ্ধে উপনিবেশগুলোর বিজয়ের প্রাক্কালে ১৭৭৬ সালের ২ জুলাই দ্বিতীয় কন্টিনেন্টাল কংগ্রেসে ভোটের মাধ্যমে স্বাধীনতা ঘোষণার সিদ্ধান্ত গৃহীত হয়। এরপর পাঁচজনের একটি কমিটি স্বাধীনতার ঘোষণাপত্র রচনা করে। রচিত ঘোষণাপত্রটি নিয়ে কংগ্রেসে তর্ক-বিতর্ক হয় এবং পরিশেষে ঘোষণাপত্রটি চূড়ান্ত রূপ লাভ করে। ঘোষণাপত্রটি কংগ্রেসের অনুমোদন পায় ৪ জুলাই, ১৭৭৬ সালে।

  • যুক্তরাষ্ট্র
  • স্বাধীনতা
  • #