ইউটিউবে অবমুক্ত ‘দেশজনতার ঘুম ভাঙালো এক ছাগলে’

: বিনোদন ডেস্ক
প্রকাশ: ১ বছর আগে

বর্তমান সময়ে আলোচিত বিষয় ছাগলকাণ্ড, সরকারি কর্মকর্তাদের দুর্নীতি এবং এক খামারির বেপরোয়া কথাবার্তা নিয়ে প্যারোডি গান লিখেছেন শিল্প-সমালোচক রফিক সুলায়মান। লোকগানের একচ্ছত্র সম্রাজ্ঞী মমতাজ বেগমের ‘মরার কোকিলে’ গানের সুর অবলম্বনে গানটি লিখেছেন তিনি।

একান্ত আলাপচারিতায় রফিক সুলায়মান বলেন, মরার কোকিলে গানের কালজয়ী সুরে বাংলার আকাশ-বাতাস প্রকম্পিত। এই সুর লোকজ আবেগের অনিবার্য অনুবাদ; যা কেবল মমতাজ বেগমের পক্ষেই প্রকাশ করা সম্ভব।

তিনি বলেন, এই গানের সুর আমার হৃদয়ে স্থায়ী রেখাপাত করে আছে। তাই দুর্নীতিবিরোধী গান লেখার সময় এই লোকপ্রিয় সুরটিই মাথায় ছিল।

গানটির যন্ত্রানুষঙ্গ পরিচালনার পাশাপাশি কণ্ঠও দিয়েছেন শিল্পী কেডি উজ্জ্বল। তিনি বলেন, মমতাজ ম্যাডামের একটি বিখ্যাত গানের সুর অবলম্বনে রচিত গানে কণ্ঠ দিতে পেরে আমি গর্বিত। আশা করি তীর্যক হাসির গানের মূল রূপ এখানে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছি।

গানটি ইউটিউব পিএনএস অনলাইনে অবমুক্ত হয়েছে। গীতিকবি রফিক সুলায়মান বলেন, দুর্নীতিবিরোধী জনসচেতনতামূলক আরো কিছু রম্য গান এই ইউটিউব চ্যানেলে অবলুক্ত হবে।

  • গান
  • #