প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আগে যারা কথায় কথায় খবরদারি করত, পদ্মাসেতু নির্মাণের পর তাদের মানসিকতা বদলে গেছে। এখন এই সেতু গর্বের সেতু, এটা টাকার অঙ্কে বিবেচনার জিনিস নয়৷ এই একটা প্রকল্প দেশের ভাবমূর্তি ঘুরিয়ে দিয়েছে৷ বাংলাদেশকে এখন বিশ্ববাসী সমীহ করে চলে৷ পদ্মাসেতু প্রকল্পের কাজ পুরোপুরি শেষ হওয়ায় এ কর্মযজ্ঞের আনুষ্ঠানিক সমাপ্তি টানতে শুক্রবার (৫ জুলাই) বিকেলে আয়োজিত সুধী সমাবেশে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বাবা (বঙ্গবন্ধু) কখনো কারও কাছে মাথা নত করেনি, আমিও কারও কাছে মাথা নত করি না। ক্ষমতায় থাকি আর না থাকি, দেশের সম্পদ বিক্রি করে ক্ষমতায় থাকার মানুষ আমি না।
প্রধানমন্ত্রী বলেন, সাধারণত প্রকল্পের সমাপনীতে কোনো অনুষ্ঠান হয় না। তবে পদ্মাসেতু নির্মাণে অনেক কাঠখড় পোহাতে হয়েছে। বিশেষ করে পদ্মার দুই পাড়ের যারা জমি দান করেছেন এবং সেতু নির্মাণের সঙ্গে যারা সংশ্লিষ্ট ছিলেন, তাদের কৃতজ্ঞতা জানানোই এই অনুষ্ঠানের উদ্দেশ্য।
তিনি বলেন, পদ্মা সেতু করতে গিয়ে- যেহেতু খরস্রোতা নদী, অনেক দুর্যোগ এসেছে। এই দুর্যোগে অনেকেই মৃত্যুবরণ করেছেন। যারা প্রয়াত, তাদের প্রতি আমার শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। তাদের আত্মার মাগফেরাত কামনা করি।
পদ্মাসেতু নির্মাণে কোনো দুর্নীতি হয়নি উল্লেখ করে শেখ হাসিনা বলেন, প্রকল্পের টাকায় এক পয়সাও দুর্নীতি হয়েছে। ওয়ার্ল্ড ব্যাংক যা বলেছে সব ভুয়া, ভিত্তিহীন। এটা ফেডারেল কোর্টের রায়।
অনুষ্ঠানের শুরুতেই পদ্মা সেতুর থিমসং প্রচার করা হয়। এছাড়া পদ্মা সেতুর ওপর একটি প্রামাণ্য চিত্র দেখানো হয়। সুধী সমাবেশে সেতুমন্ত্রীর ও সেতু মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সেতু বিভাগের সচিব মো. মনজুর হোসেন, সেতু বিভাগের সাবেক জ্যেষ্ঠ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, পদ্মা সেতু প্রকল্পের পরিচালক মো. শফিকুল ইসলামসহ অনেকে।
পদ্মাসেতু প্রকল্পের সমাপনী শেষে টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী