সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে ২০১৮ সালে জারি করা পরিপত্র পুনর্বহালসহ চার দফা দাবি আদায়ে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর শাহবাগ ও হোটেল ইন্টারকন্টিনেন্টালের মোড় অবরোধ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। রোববার (৭ জুলাই) বিকেলে শাহবাগ থেকে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন ব্যানার নিয়ে মিছিল করছেন শিক্ষার্থীরা। বিকেল ৩টা ৫৫ মিনিটে শাহবাগ অবরোধ করেন শিক্ষার্থীরা। এর ফলে শাহাবাগ,ফার্মগেট, নিউমার্কেট, আজিমপুরসহ বিভিন্ন জায়গায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীদের।
এর আগে বিকেল ৩টায় শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হন। প্রতিটি হল ও বিভাগ থেকে মিছিল সমেত আন্দোলনকারীরা গ্রন্থাগারের দিকে আসতে থাকেন।
আন্দোলনকারীরা গ্রন্থাগারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ভিসি চত্বর-টিএসসি হয়ে শাহবাগে গিয়ে জড়ো হন। এরপর তারা সেখানে অবরোধ করেন। তাদের অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন নগরবাসী। এদিকে আজিমপুর-নিউমার্কেট মোড়ও অবরোধ করেছেন শিক্ষার্থীরা। অবস্থানের কারণে যান চলাচল বন্ধ রয়েছে। রাস্তা বন্ধ করে চানখারপুলে আন্দোলনকারীরা রাস্তার ওপর ক্রিকেট-ফুটবল খেলছেন।
মিছিল ও অবরোধের সময় শিক্ষার্থীরা ‘অবরোধ-অবরোধ-সারাবাংলা অবরোধ, একদফা একদাবি-কোটা নট কামব্যাক’, ‘কোটা না মেধা-মেধা মেধা’, ‘আপস না সংগ্রাম-সংগ্রাম সংগ্রাম’, ১৮ এর পরিপত্র-পুনর্বহাল করতে হবে’, ‘কোটাপ্রথা নিপাত যাক-মেধাবীরা মুক্তি পাক’, ‘সারা বাংলায় খবর দে-কোটাপ্রথার কবর দে’, ‘আমার সোনার বাংলায়-বৈষম্যের ঠাঁই নাই’, ‘জেগেছে রে জেগেছে-ছাত্র সমাজ জেগেছে’ ইত্যাদি স্লোগান দেন তারা। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে ক্লাস-পরীক্ষা বর্জন ও ছাত্র ধর্মঘট কর্মসূচিও পালন করছেন কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা৷
আন্দোলনকারী শিক্ষার্থীরা ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের পাশাপাশি আরও দাবি জানাচ্ছেন। শিক্ষার্থীদের চার দফা দাবিগুলো হল- (এক) ২০১৮ সালে ঘোষিত সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখা। (দুই) ২০১৮ সালের পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন করে দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকরিতে (সকল গ্রেডে) অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দেওয়া এবং সংবিধান অনুযায়ী কেবল অনগ্রসর ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কথা বিবেচনা করা। (তিন) সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না এবং কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোতে মেধা অনুযায়ী নিয়োগ দেওয়া। (চার) দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেওয়া।
শনিবার (৬ জুলাই) আন্দোলনকারীরা ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি ঘোষণা করেন।