কোটাবিরোধী আন্দোলন : কাল সারাদেশের ক্যাম্পাসে বিক্ষোভ

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৫ মাস আগে
ছবি : সংগৃহীত

কোটা সংস্কারের দাবিতে বিকেল থেকে উত্তাল রাজধানীসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এলাকা। বৃহস্পতিবার (১১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে নতুন কর্মসূচি ঘোষণা করে শাহবাগ ছাড়ল কোটাবিরোধীরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, আগামীকাল বিকেল ৪টায় সারাদেশের সকল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় শাহবাগ মোড়ে প্রেসব্রিফিংয়ে আন্দোলনকারীরা এসব কথা বলেন। এ সময় তারা জরুরি সংসদ অধিবেশন ডেকে কোটা সংস্কারের আইন পাসের দাবি জানান।

নাহিদ ইসলাম বলেন, আমরা কোন ফাঁদে পা দিতে চাই না। আমরা কোটা সমস্যার চূড়ান্ত সমাধান চাই। আমাদের এক দফা দাবি নির্বাহীই বিভাগের কাছে।

তিনি বলেন, আমরা সকল গ্রেডের কোটা সংস্কারের কথা বলছি যেটা শুধুমাত্র সরকারই হস্তেক্ষপ করতে পারে। সংসদে জরুরি অধিবেশ ডেকে আইন পাস করে কোটার সমস্যার সমাধান করতে হবে। তার আগ পর্যন্ত আমরা রাজপথে আন্দোলন চালিয়ে যাব।

  • আন্দোলন
  • কোটা
  • #