প্রধানমন্ত্রীর সাবেক ব্যক্তিগত সহকারী ও তার স্ত্রীর ব্যাংক হিসাব স্থগিত

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৫ মাস আগে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম, তার স্ত্রী কামরুন নাহার ও তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব স্থগিত করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। একইস‌ঙ্গে তা‌দের হিসা‌বের সব তথ্য চেয়েছে সংস্থাটি। সোমবার ( ১৫ জুলাই) বিএফআইইউর সংশ্লিষ্ট এক কর্মকর্তা ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিএফআইইউর পক্ষ থেকে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানে এ সংক্রান্ত চিঠিতে জাহাঙ্গীর আলম, তার স্ত্রী কামরুন নাহারের স্মার্ট কার্ড নাম্বার, পিতামাতার নাম ও জন্মতারিখ উল্লেখ করা হয়েছে।

চিঠিতে জাহাঙ্গীর আলম, তার স্ত্রী কামরুন নাহারের ব্যক্তিগত ও তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে কোনও হিসাব থাকলে সেসব হিসাবের লেনদেন স্থগিত রাখতে বলা হয়েছে। মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২–এর ২৩ (১) (গ) ধারার আওতায় আগামী ৩০ দিন তাদের ব্যাংক হিসাব স্থগিত রাখার সিদ্ধান্ত হয়। একইস‌ঙ্গে আগামী ৫ কর্মদিব‌সের মধ্যে তা‌দের হিসা‌বের সব তথ্য চেয়েছে বিএফআইইউ।

  • পিএস
  • প্রধানমন্ত্রী
  • #