বেরোবির ভিসির বাসভবনে আগুন

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৫ মাস আগে

কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এক শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করছেন শিক্ষার্থীরা। তারা বেরোবির উপাচার্য অধ্যাপক ড. হাসিবুর রশীদের বাসভবনে আগুন দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ কাণ্ড ঘটানোর আগে উপাচার্যের বাসভবনে পাহারারত পুলিশের গাড়িতেও আগুন দেওয়ার অভিযোগ উঠেছে আন্দোলনরতদের বিরুদ্ধে।

মঙ্গলবার (১৬ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটান বলে জানা গেছে। আগুনের কারণে বেরোবি ভিসি অধ্যাপক ড. হাসিবুর রশীদ তার বাসভবনে আটকা পড়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আলী।

  • রংপুর
  • #