মুন্সীগঞ্জে সুপারবোর্ড কারখানায় অগ্নিকাণ্ড

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১২ মাস আগে

মুন্সীগঞ্জের গজারিয়ার একটি সুপারবোর্ড কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২৪ মার্চ) দুপুর ১টা ১০ মিনিটে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। তবে আগুনে এখনো কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার ফারুক বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।

গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রিফাত মল্লিক বলেন, কারখানাটিতে হার্ডবোর্ড জাতীয় বিভিন্ন বোর্ড তৈরি হয়। আগুনের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেছি। বর্তমানে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।

#