জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দেয়ার পরই বিক্ষুব্ধ হয়ে ওঠেন শিক্ষার্থীরা। তারা প্রশাসনিক ভবন ভাঙচুর শুরু করলে বিশ্ববিদ্যালয় প্রশাসন পুলিশ ডেকে আনে। বর্তমানে পরিস্থিতি থমথমে। বুধবার (১৭ জুলাই) সকাল ১০টায় অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভায় হল বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়। একই সাথে বিকেল ৪টার মধ্যে শিক্ষার্থীদের আবাসিক হল ত্যাগেরও নির্দেশনা দেওয়া হয়েছে।
এরপরই নতুন প্রশাসনিক ভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হাসান সিন্ডিকেটের সিদ্ধান্ত ঘোষণা করতে এলে শিক্ষার্থীরা জুতা নিক্ষেপ করেন এবং চেয়ারসহ প্রশাসনিক ভবনে ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর শুরু করেন।
এসময় প্রশাসনিক ভবনের ভেতরে উপাচার্য অধ্যাপক নুরুল আলমসহ প্রশাসনে দায়িত্বরত শিক্ষকরা অবরুদ্ধ হয়ে পড়েন। এরপর থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় জলকামানসহ পুলিশের ব্যাপক উপস্থিতি দেখা গেছে।