বাংলাদেশ তখন ভোরের অপেক্ষায়।
কালোরাত গ্রাস করেছে চাঁদ।
রক্তবন্যা দখল করেছে বত্রিশ
নম্বরের সিঁড়ি।
‘আমি মায়ের কাছে যাবো’…
বলে আবদার করছেন একজন শিশু।
তাঁর নাম শেখ রাসেল। সেদিন
বিকেলেও ধানমন্ডির সড়কে
তাঁর সাথী ছিল প্রিয় সাইকেল।
বাংলাদেশ শেখ কামালের ডেথ সার্টিফিকেট
দিতে পারেনি। পারেনি, শেখ জামাল, কিংবা
বেগম ফজিলাতুন্নেছা’র!
অথচ আমি তো এটাই জানি;
পনেরোই আগস্ট মানেই
একটি বাংলাদেশের মৃত্যুসনদ
পনেরোই আগস্ট মানেই
বঙ্গবন্ধুর, চিরদিন জেগে থাকা
একটি শাণিত আঙুল!
যে বাংলাদেশ পিতার মৃত্যুসনদ
দেখাতে পারে না-
সেই বাংলাদেশে এখন ফেরি
হয় ডেথ সার্টিফিকেট!
একাত্তরের পরাজিত
হায়েনা-প্রজন্ম, গলা বাড়ায়!
কেনা-বেচা হয় বুকের পাঁজর!
আর,
একটি সবুজ তারা,
তার নিজের শরীরে লাল রঙ
মাখতে মাখতে, বঙ্গপোসাগরের
জলে, নিজের প্রতিচ্ছবি দেখে।