বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরও দুই সমন্বয়ককে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। শনিবার (২৭ জুলাই) ডিবি সূত্র জানায়, নতুন করে হেফাজতে নেয়া দুই সমন্বয়কের মধ্যে রয়েছেন সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ। এ দুজনকে ব্যক্তিগত নিরাপত্তা দিতে ও সাম্প্রতিক ঘটনাবলি সম্পর্কে তাদের থেকে তথ্য জানতে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ডিবি সূত্র।
এরআগে, শুক্রবার (২৬ জুলাই) আন্দোলনের তিন সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে হেফাজতে নেয় ডিবি।
এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের জানিয়েছিলেন, আন্দোলনকারী নেতারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাদের নিরাপত্তার জন্যই আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ডাকা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। ওইদিন বিকেলে গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে আন্দোলনের তিন সমন্বয়ককে তুলে নেয়ার অভিযোগ ওঠে।