আদালত অবমাননায় মহসীন রশিদ ও কনক সারোয়ারের বিরুদ্ধে নোটিশ

: আদালত প্রতিবেদক
প্রকাশ: ৫ মাস আগে

দেশের বিচারব্যবস্থাকে খাটো করা ও সুপ্রিমকোর্টের পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে কুৎসা রটানোর মাধ্যমে আদালত অবমাননা প্রশ্নে আইনজীবী মোহাম্মদ মহসীন রশিদ ও প্রবাসী সাংবাদিক কনক সারোয়ারের প্রতি নোটিশ ইস্যু করেছেন  আপিল বিভাগ। অনলাইনে টক শোতে দেয়া বক্তব্যের সূত্রে দুজনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে আনা এক আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ আজ রোববার (২৮ জুলাই) এ আদেশ দেন। পরবর্তী শুনানির জন্য ২৯ আগস্ট দিন রেখেছেন আপিল বিভাগ।

এই সময়ে আইনজীবী মহসীন রশিদকে সুপ্রিমকোর্টের উভয় বিভাগে আইন পেশা পরিচালনা করা থেকে বিরত থাকতে নির্দেশ দেয়া হয়েছে। আদালত অবমাননার জন্য কেন তাঁদের শাস্তি দেয়া হবে না, এ বিষয়ে কারণ দর্শাতে বলা হয়েছে নোটিশে। এ বিষয়ে ব্যাখ্যা দিতে তাঁদের আগামী ২৯ আগস্ট আদালতে হাজির হতে নির্দেশ দেয়া হয়েছে।

আদালত অবমাননার অভিযোগে আবেদনটি করেন শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী। আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী তাপস কান্তি বল।

সাংবাদিক কনক সারোয়ার ২১ জুন অনলাইনে টকশো করেন। সেখানে অতিথি ছিলেন আইনজীবী মহসীন রশিদ। টকশোতে বাংলাদেশের বিচারব্যবস্থা নিয়ে অবমাননাকর বক্তব্য দেয়া হয়। যে কারণে তাঁদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে আবেদনটি আনা হয়।

  • আপিল বিভাগ
  • সুপ্রিমকোর্ট
  • #