শিক্ষাপ্রতিষ্ঠান খোলার মতো পরিস্থিতি নেই : শিক্ষামন্ত্রী

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৫ মাস আগে

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার মতো পরিস্থিতি নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। সোমবার (২৯ জুলাই) বিকালে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

‘প্রত্যয় পেনশন স্কিম’ ইস্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বৈঠক শুরুর আগে মন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতো পরিস্থিতি নেই।’

তবে কবে নাগাদ শিক্ষাপ্রতিষ্ঠান খোলা যেতে পারে, সে বিষয়ে মন্ত্রী কোনও সুনির্দিষ্ট কিছু বলেননি।

মন্ত্রণালয়ের সূত্রমতে, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন—প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ডা. কামাল আবদুল নাসের চৌধুরী, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন নাহার চাঁপা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোলেমান খান, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি ম. আখতারুল ইসলাম, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির মহাসচিব ডা. মো. নিজামুল হক ভূঁইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদা প্রমুখ।

  • শিক্ষাপ্রতিষ্ঠান
  • শিক্ষামন্ত্রী
  • #