পিতার কবরে চিরশায়িত শাফিন আহমেদ

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৫ মাস আগে

ঠিক বেলা ৩টায় বনানী কবরস্থানে বাবা সংগীতঙ্গ কমল দাশগুপ্তর কবরে চিরশায়িত হলেন পুত্র সংগীতশিল্পী শাফিন আহমেদ। এসময় পাশে ছিলেন ভাই তাহসিন আহমেদ ও হামিন আহমেদসহ স্বজন এবং মাইলস সদস্যরা। তারও আগে মৃত্যুর চারদিন পর মাতৃভূমিতে শাফিন আহমেদের মরদেহ ফিরেছে সোমবার (২৯ জুলাই) বিকাল সাড়ে ৫টায়।

৩০ জুলাই জোহরের নামাজের সময় নেওয়া হয় গুলশান আজাদ মসজিদে। এখানে জানাজা ও সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন শেষে শাফিন আহমেদের নিথর দেহ নিয়ে যাওয়া হয় বনানী কবরস্থানে।

বাবার কবরে চিরশায়িত শাফিন আহমেদপরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে কুলখানির বিষয়। শাফিন আহমেদের আত্মার মাগফিরাত কামনায় কুলখানি হবে শুক্রবার (২ আগস্ট) জুমার নামাজের পর বনানী কবরস্থানের পাশে গুলশান কমিউনিটি মসজিদে।

প্রসঙ্গত, ২০ জুলাই যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় শোয়ের মঞ্চে ওঠার খানিক আগেই হোটেল রুমে অসুস্থ হয়ে লুটিয়ে পড়েন ৬৩ বসন্তের এই রকার। হাসপাতালে ভর্তি, লাইফ সাপোর্ট এবং ২৫ জুলাই বাংলাদেশ সময় ঠিক ভোর ৬টা ৯ মিনিটে পাড়ি জমান না ফেরার দেশে।

  • শাফিন আহমেদ
  • #