বরিশালে প্রতিমন্ত্রীর বাসভবনে আগুন

: বরিশাল ব্যুরো
প্রকাশ: ৫ মাস আগে

বরিশালে পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামীমের বাসভবসে আগুন লগিয়েছে বিক্ষুব্ধরা।

শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলনের কর্মসূচি হিসেবে আন্দোলনকারীরা সকাল থেকে শহরের বিভিন্ন পয়েন্ট অবস্থান নেন। এদিকে শহরের চৌমাথা এলাকায় প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের অনুসারীরা অবস্থান নিলে বিক্ষুব্ধদের সঙ্গে সংঘর্ষ হয়। শিক্ষার্থীদের সঙ্গে সাধারণ জনতাকেও অংশগ্রহণ করতে দেখা যায়।

পরে নথুল্লাবাদ এলাকা থেকে বিপুল শিক্ষার্থী প্রতিমন্ত্রী অনুসারীদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। এ সময় বিক্ষুব্ধরা ১৫/২০টি মোটারসাইকেল আগুন দেয়। পরে প্রতিমন্ত্রীর বাসভবনেও আগুন দেওয়া হয়।

  • বরিশাল
  • #