৪টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন সেনাপ্রধান

:
প্রকাশ: ৫ মাস আগে
ছবি : সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে

দেশ ও দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান। সোমবার (৫ আগস্ট) দুপুর ৪টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন তিনি। তবে এই ভাষণের বিষয়বস্তু কী হবে তা অজানা।

এর আগে আইএসপিআর জানায়, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সোমবার দুপুর ২টায় জাতীর উদ্দেশে ভাষণ দেবেন। সে পর্যন্ত সবাইকে ধৈর্য ধরার অনুরোধ করা হচ্ছে। দুপুর ২টার দিকে ভাষণের সময় পরিবর্তন করে ৩টার কথা জানানো হয়। এখন আবার জানানো হয়েছে ৪টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন তিনি।

  • সেনাপ্রধান
  • #