যশোরে শাহীন চাকলাদারের হোটেলে অগ্নিসংযোগ, নিহত ১৩

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৫ মাস আগে

যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদারের মালিকানাধীন পাঁচ তারকা হোটেল জাবির ইন্টারন্যাশনালে ভাঙচুর ও অগ্নিসংযোগ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে। সোমবার (৫ আগস্ট) বিকেল ৪টার দিকে শহরের চিত্রার মোড়ে অবস্থিত ১৪তলা ওই হোটেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। যশোর ফায়ার সার্ভিসের নির্বাহী পরিচালক কেএম মামুন জানান, জাবির হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় রাত ১১টা পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ জনে।

যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন অর রশিদ রাত সাড়ে ৯টার দিকে এই তথ্য নিশ্চিত করেছেন। সোমবার (৫ আগস্ট) বিকেল ৪টার দিকে জাবির হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

এ সময় হোটেলের ভেতরে অনেকে আটকা পড়েন। হেলিকপ্টারে করে উদ্ধারকারী দল ১৪তলা বিশিষ্ট হোটেলের ছাদ থেকে একজনকে উদ্ধার করে। আরো কয়েকজনকে ১৪তলার বারান্দায় দাঁড়িয়ে উদ্ধারের জন্যে নিশানা উড়াতে দেখা যায়। ফায়ার সার্ভিসের কয়েকটি দল সন্ধ্যা ৭টা পর্যন্ত আগুন নেভানোর চেষ্টা করেও নিয়ন্ত্রণে আনতে পারেনি।

বিকাল সাড়ে ৩টার দিকে যশোর শহরে বিজয় মিছিল বের করে ছাত্র-জনতা। ওই মিছিল থেকে বিক্ষুব্ধ লোকজন চিত্রা মোড়ে অবস্থিত হোটেল দ্য জাবির ইন্টান্যাশনালে ভাঙচুর শুরু করে। দ্বিতীয় দফায় ৪টার দিকে তারা অগ্নিসংযোগ করে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে যান।

এ সময় হোটেলে আটকা পড়া কয়েকজন ১৪ তলার বারান্দায় গিয়ে উদ্ধারের জন্যে হাত নেড়ে আকুতি জানান। উদ্ধারকারী একটি হেলিকপ্টার হোটেলে ছাদে ল্যান্ড করার চেষ্টা করে ব্যর্থ হয়। এ সময় আটকাপড়া এক ব্যক্তি ছাদে গিয়ে দাঁড়ালে হেলিকপ্টার তাকে উদ্ধার করে।

যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন অর রশিদ স্থানীয় এই প্রতিনিধিকে বলেন, জাবির হোটেলে অগ্নিদগ্ধ হয়ে প্রথমে পাঁচজনের মরদেহ হাসপাতালের মর্গে আনে ফায়ার সার্ভিসের টিম। এরপর আরো ৮ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

  • যশোর
  • #