টঙ্গীতে যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা

:
প্রকাশ: ১১ মাস আগে

গাজীপুরের টঙ্গীতে ইসমাইল হোসেন (৩৫) নামে এক যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৫ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে টঙ্গী পশ্চিম থানার আউচপাড়া সুরতরঙ্গ রোডে এই ঘটনা ঘটে।

নিহত ইসমাইল আউচপাড়ার আবুল কাশেমের ছেলে। তিনি স্থানীয় যুবলীগের প্রভাবশালী নেতা ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, রাত সাড়ে ৮টার দিকে কতিপয় লোক ইসমাইলকে বাসা থেকে ডেকে এনে পিটিয়ে হত্যা করে লাশ রাস্তার পাশে ফেলে যায়। পরে তার স্বজনরা লাশ টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে আনলে ডাক্তার আনুষ্ঠানিকভাবে মৃত ঘোষণা করেন। ইসমাইল গাজীপুর মহানগর মহিলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও টঙ্গী পশ্চিম থানা আওয়ামী লীগের আহবায়ক আয়েশা আক্তার আশার ভাই।

হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার আনিসুর ইসলাম সংবাদটি নিশ্চিত করেছেন

  • হত্যা
  • #