সোনাইমুড়ী থানায় হামলা-আগুন, 8 পুলিশসহ নিহত ৭

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৫ মাস আগে

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার সোনাইমুড়ী থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় ৪ পুলিশ সদস্যসহ অন্তত ৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিক নিহত সবার পরিচয় জানাতে পারেনি সংশ্লিষ্ট কতৃপক্ষ।

জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামান জানান, এখন পর্যন্ত চার পুলিশ সদস্যের মরদেহ পাওয়া গেছে। ১৩ জন পুলিশ সদস্য সেখানে ছিলেন। এর মধ্যে ৪ জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। এর মধ্যে তিনজন পুলিশ সদস্যতে গলা কেটে করে হত্যা হয়েছে। ধোঁয়ায় ভবন ছেয়ে আছে। পুরো ভবন রিকভারি করার পরে প্রকৃত বিষয়টি বোঝা যাবে।

জেলা প্রশাসক ওয়ান মাহবুবুর রহমান বলেন, সোনাইমুড়ী থানায় আটকে পড়া পুলিশ সদস্যদের উদ্ধারে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গেছে। বিক্ষোভকারীদের আগুনে থানার নথিপত্র ও আসবাবের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। চাটখিলেও সেনাবাহিনী পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় রাজনৈতিক নেতাদের সঙ্গেও আলাপ করা হচ্ছে।

  • নোয়াখালী
  • হত্যা
  • #