ফরিদপুরে কোতোয়ালি থানায় হামলার ঘটনায় গুলিতে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। পরে থানা ভবনে ব্যাপক ভাঙচুর ও কয়েকটি গাড়িতে অগ্নিসংযোগসহ লুটপাট করা হয়েছে।
সোমবার (৫ আগস্ট) বিকেল ৫টায় এ ঘটনা ঘটে। এতে থানাসহ পুরো জেলা শহরের বিভিন্ন পয়েন্টে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। নিহতদের একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম সামচু ড্রাইভার। বাড়ি শহরের পূর্ব খাবাসপুরের ঢাকাইপট্টিতে।