আটক ছাত্রলীগের ঢাবি ও মহানগর উত্তরের সাধারণ সম্পাদক

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ বছর আগে

ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত ও মহানগর উত্তরের সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদ আটক হয়েছেন। মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের আটক করা হয়েছে বলে জানা গেছে।

এর আগে, সদ্য বিলুপ্ত দ্বাদশ জাতীয় সংসদের সদস্য এবং শেখ হাসিনা সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ঢাকার শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়। মঙ্গলবার (৬ আগস্ট) দুপুর ৩টার দিকে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ থেকে তাকে আটক করা হয়।

  • আটক
  • #