দেশেই আছি, আমাকে কেউ আটক করেনি : হারুন

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৪ মাস আগে
ছবি : হারুন অর রশীদ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মোহাম্মদ হারুন অর রশীদ এয়ারপোর্ট থেকে আটক হয়েছেন সেনাবাহিনীর হাতে- এমন খবর ছড়িয়ে পড়েছে ফেসবুকে। তবে তিনি দেশেই আছেন এবং তাকে কেউ আটক করেননি বলে দাবি করেছেন পুলিশের এই কর্মকর্তা।

মঙ্গলবার (৬ আগস্ট) বিকালে তার সঙ্গে মোবাইল ফোনে কথা হলে তিনি বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান। তিনি বলেন, আমি সকালে অফিস গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখি কেউ নেই, পরে আমি বাসায় চলে এসেছি।

#