গোপালগঞ্জে লাঠি মিছিল করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করে তারা। পরে এটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের চৌরঙ্গীতে গিয়ে শেষ হয়।
এ সময় সমবেশে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম সাহাব উদ্দিন আজম বক্তব্য রাখেন। তিনি যেকোনো পরিস্থিতি সাহসের সঙ্গে মোকাবিলা করার জন্য নেতাকর্মীসহ জেলাবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জানান।
শেখ হাসিনাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে উল্লেখ করে বক্তারা বলেন, শেখ হাসিনা সরকারকে উৎখাত করতে বিএনপি-জামায়াত আন্দোলনের নামে ছাত্রদের দিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করেছে।
তারা আরও বলেন, শেখ মুজিবের বাংলা থেকে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা সম্ভব নয়।
উল্লেখ, বৈষম্যবিরোধী কোটা আন্দোলনকারীদের সঙ্গে বিএনপি-জামায়াত এক হয়ে ‘গোপালগঞ্জ শহরের বিভিন্ন স্থাপনায় হামলা চালাবে’ এমন গুজব শহরে ছড়িয়ে পড়ে। এতে আতঙ্কিত হয়ে পড়ে সাধারণ মানুষ। মুহূর্তের মধ্যেই অফিস, ব্যাংক-বীমা, ব্যবসা-প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়।