ড. ইউনূসের নাম চূড়ান্ত হওয়ায় স্বস্তি জাতীয় পার্টিতে

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৪ মাস আগে

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, দেশের বর্তমান বাস্তবতায় ড. ইউনূসের বিকল্প নেই। রাষ্ট্রপতির সঙ্গে শিক্ষক প্রতিনিধিসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও তিন বাহিনী প্রধানের বৈঠকে দেশের অন্তবর্তীকালীন সরকারের প্রধান হিসেবে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নাম চূড়ান্ত হওয়ায় স্বস্তি ও আনন্দ প্রকাশ করেছে জাতীয় পার্টি। 

বুধবার জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এক বিবৃতিতে অধ্যাপক ড. ইউনূসকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন। একইসাথে ড. ইউনূসের সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেছেন তিনি। নোবেল বিজয়ী বিশ্ববিখ্যাত অর্থনীতিবিদ ড. ইউনূসের নাম প্রস্তাব করায় বৈষম্যবিরোধী ছাত্র অন্দোলনের নেতৃবৃন্দকেও ধন্যবাদ জানান জাতীয় পার্টি চেয়ারম্যান।

 

  • জাতীয় পার্টি
  • #