নিয়ন্ত্রণে আসেনি মুন্সীগঞ্জের কারখানার আগুন

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৯ মাস আগে

মুন্সীগঞ্জের মেঘনা নদীর তীরে সুপারবোর্ড কারখানার গোডাউনে লাগা আগুন সাত ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। রোববার (২৪ মার্চ) সন্ধ্যা ৮টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসার খবর পাওয়া যায়নি। তবে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।

দুপুর ১টার দিকে জেলার গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের সিকিরগাঁও এলাকার কারখানায় এ আগুন লাগে।

জানা গেছে, কারখানাটি ফ্লাইবোর্ড দিয়ে বিভিন্ন আসবাবপত্র তৈরি করে ওই গোডাউন রাখে। দুপুরের দিকে আগুন লাগলে দ্রুত ছড়িয়ে পড়ে গোডাউনে। এতে নদীর তীরে নোঙ্গর করে রাখা পাটখড়ির ট্রলারেও আগুন লেগে যায়। এ ঘটনায় সাতজন আহত হন। আগুন নিয়ন্ত্রণে রিমোট কন্ট্রোল ফায়ার ফাইটিং রোবট এবং স্টেন্ডার মেশিনে কাজ করছে ফায়ার সার্ভিস।

গজারিয়া থানার ওসি মো. রাজিব খান বলেন, দুপুর ১টার দিকে আগুন লাগার খবর পাই। আগুন নিয়ন্ত্রণে ঢাকা জেলা, নারায়ণগঞ্জ জেলা এবং গজারিয়ার ফায়ার স্টেশন মিলে মোট ১২টি ইউনিট কাজ করেছে।

মুন্সীগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদুর রহমানকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। এই কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

#