জার্মানিতে অনুষ্ঠিত ১৭তম ইউরো চ্যাম্পিয়নশিপের সবশেষ আসর মাতানো স্পেন ও বার্সেলোনার তারকা ফুটবলার লামিন ইয়ামালের বাবাকে ছুরিকাঘাত করেছে দুবৃত্তরা। নিজের এলাকাতেই ছুরিকাঘাতে আহত হয়েছেন লামিনে ইয়ামালের বাবা মুনির নাসরাউয়ি। স্পেনের সংবাদমাধ্যম লা ভ্যানগার্দিয়া’র সূত্রে একাধিক গণমাধ্যমের খবর, স্থানীয়দের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে ছুরি দিয়ে আহত করে কয়েকজন ব্যক্তি।
গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, ঘটনাটি ঘটেছে বার্সেলোনা শহর থেকে ৩০ কিলোমিটার দূরে মাতারো অঞ্চলের রোচাফন্দা এলাকায়। নিজের পোষা কুকুরকে নিয়ে গাড়ি পার্ক করার জায়গায় হাঁটছিলেন ইয়ামালের বাবা মুনির নাসরাউয়ি। সেখানে কিছু লোকের সঙ্গে আলাপ হয়। তারই একপর্যায়ে কথা-কাটাকাটি হয় তাদের মাঝে। এরপর লোকগুলো ফিরে এসে তাকে আক্রমণ করে এবং একাধিকবার ছুরিকাঘাত করে ফেলে চলে যায়।