যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে হয়ে যাওয়া বিসিবির পরিচালনা পর্ষদের সভায় সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পদত্যাগ করেন। জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ নতুন বোর্ড সভাপতি হয়েছেন। বিকাল তিনটায় বোর্ড মিটিং ডেকেছেন নতুন সভাপতি।
বিসিবিতে জাতীয় ক্রীড়া পরিষদ ‘এনএসস’’ মনোনীত এই পরিচালক ক্রিকেট পরিচালনা বিভাগের দায়িত্বে ছিলেন। এনএসসি থেকে সংস্থাটির মনোনীত বিসিবির পরিচালক আহমেদ সাজ্জাদুল আলমকে পদত্যাগ করতে বলা হলেও তা করেননি। পদত্যাগ করা জালাল ইউনুসের শূন্য পদে ফারুক আহমেদকে পরিচালক হিসেবে আনা হয়। এরপর পরিচালনা পর্ষদের ভোটে বিসিবির নতুন সভাপতি নির্বাচিত হন ৫৮ বছরের সাবেক ক্রিকেটার। এনএসসির কোটায় পরিচালকের দায়িত্ব পেয়েছেন কোচ নাজমুল আবেদীন ফাহিম।