চট্টগ্রামে শেখ হাসিনাসহ ৩৭০ জনের নামে মামলা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৪ মাস আগে
ছবি : শেখ হাসিনা

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বহদ্দারহাট এলাকায় গুলিবিদ্ধ হয়ে মো. ফজলে রাব্বি নামে একজনের নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদসহ ২৭০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। মামলায় ১০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। বুধবার (২১ আগস্ট) চট্টগ্রামের চান্দগাঁও থানায় নিহত ফজলে রাব্বীর বাবা মো. সেলিম বাদী হয়ে হত্যা মামলাটি দায়ের করেন। এ নিয়ে চট্টগ্রামে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে ৩টি মামলা দায়ের করা হলো।

মামলায় অনান্য আসামীরা হলেন- সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চসিক মেয়র মোহাম্মদ রেজাউল করিম, সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু, এম এ লতিফ, এম এ সালাম, এস এম আব্দুল্লাহ আল মামুন, চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সহসভাপতি খোরশেদ আলম সুজন, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মশিউর রহমান, সাবেক যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী, জামাল খান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ, কাউন্সিলর আবদুস সবুর, মোবারক আলী, মোরশেদ আলম, জিয়াউল হকসহ অনান্যরা।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির জানান, গত ৪ আগস্ট আন্দোলনে মো. ফজলে রাব্বীকে হত্যা করা হয়েছে এমন অভিযোগ নিয়ে নিহতের বাবা মো সেলিম নামের একজন মামলা দায়ের করেছেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদসহ ২৭০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া মামলায় ১০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

  • মামলা
  • শেখ হাসিনা
  • #