ঢাকার ১৩ থানায় নতুন ওসি

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৪ মাস আগে

ক্ষমতার পালাবদলে পুলিশে ব্যপক রদবদলে ঢাকা মহানগরের সব থানার ওসিকে সরিয়ে দেওয়ার পর এবার শূন্যস্থান পূরণ করা হচ্ছে। পুলিশ পরিদর্শক পদমর্যাদার ১৩ জন কর্মকর্তাকে বৃহস্পতিবার (২২ আগস্ট) ওসি হিসেবে ঢাকার বিভিন্ন থানায় বদলি করেছেন ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান।

গতকাল বুধবার ও তার আগের দিন মঙ্গলবার ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত পৃথক দুই অফিস আদেশে তাঁদের পদায়নের কথা জানানো হয়। এর মধ্যে পুলিশ পরিদর্শক আজাহারুল ইসলামকে মঙ্গলবার রাজধানীর শাহবাগ থানায় পদায়নের কথা জানানো হয়েছিল। তবে গতকালের অফিস আদেশে তাঁকে খিলক্ষেত থানার ওসির দায়িত্ব দেওয়ার কথা জানানো হয়েছে।

নতুন দায়িত্ব পাওয়া ওসিদের মধ্যে মোহাম্মদ তাইফুর রহমান মির্জাকে দক্ষিণখান থানায়, মোহাম্মদ নজরুল ইসলামকে পল্লবী থানায়, মো. তৌহিদ আহম্মেদকে গুলশান থানায়, মোহাম্মদ মাজহারুল ইসলামকে ভাটারা থানায়, মুহাম্মদ আজহারুল ইসলামকে খিলক্ষেত থানায়, গোলাম ফারুককে রমনা থানায়, মোল্লা মো. খালিদ হোসেনকে পল্টন থানায় ওসির দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া মো. সাইফুল ইসলামকে বাড্ডা থানায়, এরশাদ আহমেদকে বিমানবন্দর থানায়, মুহাম্মদ মনিরুল ইসলামকে মিরপুর মডেল থানায়, মো. মোবারক হোসেনকে তেজগাঁও থানায়, মো. হাফিজুর রহমানকে উত্তরা-পশ্চিম থানায় এবং মোহাম্মদ আনোয়ার হোসেনকে ধানমন্ডি থানার পাঠানো হয়েছে ওসির দায়িত্ব দিয়ে। মুহাম্মদ আজহারুল ইসলামকে শাহবাগ থানায় পাঠানোর কথা বলা হলেও পরে তাকে খিলক্ষেত থানার দায়িত্ব দিয়ে তার ক্ষেত্রে আগের বদলির আদেশটি বাতিলের কথা বলা হয়েছে।

  • ঢাকা
  • পুলিশ
  • #