ঈদের আগেই শিল্পশ্রমিকদের বেতনভাতা পরিশোধের আহ্বান

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ years ago

ঈদের আগেই সরকারের সিদ্ধান্ত অনুযায়ী শিল্প শ্রমিকদের বেতন এবং ভাতা পরিশোধের আহ্বান জানিয়েছেন ইন্ড্রাস্ট্রিয়াল পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি মো. মাহবুবুর রহমান। তিনি বলেন, মালিকরা যদি শ্রমিকদের বেতনভাতা যথাসময়ে পরিশোধ করেন, তাহলে শিল্প সেক্টরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে। মহাসড়কগুলো নিরাপদ থাকবে।

সোমবার (২৫ মার্চ) শিল্পাঞ্চলগুলোতে আইনশৃঙ্খলা রক্ষা শ্রমিকদের সময়মতো ঈদ উদযাপন করার লক্ষ্যে বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএসহ বিভিন্ন শিল্প সংগঠনের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

সভায় শিল্পাঞ্চল পুলিশের সব জোনের পুলিশ সুপাররা নিজ নিজ এলাকার শিল্প কারখানার সার্বিক চিত্র তুলে ধরেন। এছাড়াও বেপজা, কলকারখানা অধিদফতর শ্রম অধিদফতরের প্রতিনিধিরা ঈদের আগে শ্রমিকদের বেতনভাতা প্রদান নিশ্চিতে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সঙ্গে পারস্পরিক সহযোগিতার কথা বলেন।

ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সব ইউনিটের পুলিশ সুপাররা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ঢাকা জেলা পুলিশ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন। এছাড়াও বিজিএমইএ, বিকেএমইএ, চট্টগ্রাম ইপিজেড, কর্ণফুলি ইপিজেড কোরিয়ান ইপিজেডের প্রতিনিধিরা ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।

#