কুষ্টিয়ায় ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৪ মাস আগে
প্রতীকী ছবি

কুষ্টিয়া সদর উপজেলায় দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বের জেরে মো. মামুন রহমান (৩৮) নামে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শনিবার (২৪ আগস্ট) সকালে সদর উপজেলার গোস্বামীদুর্গাপুরের আসাননগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মামুন রহমান গোস্বামী দুর্গাপুর ইউনিয়নের ইউপি সদস্য। তিনি সাবেক ইউপি সদস্য হাবিলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আসাননগর গ্রামের মাতব্বর হাবিল মেম্বর ও মৃত জুর আলীর ছেলে সালাম গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। দুই গ্রুপের লোকজন একে অপরের মাঠের ফসল কেটে নেয়া, দোকান ভাঙচুরসহ এ ধরনের নানা কাজে জড়িয়ে পড়ে। গত সোমবার (১৯ আগস্ট) বিকেলে দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনায় বেশ কয়েকজন আহত হন। তাদের মধ্যে একজনকে ঢাকায় রেফার্ড করেন চিকিৎসক। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মাঠে নামে। এ অবস্থায় আজ শনিবার ইউপি সদস্য মামুনকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে যখম করা হয়। স্থানীয়রা তাকে আহত অবস্থায় কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার অফিসার ইনচার্জ মামুনুর রহমান জানান, আসাননগর এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন মাঠে কাজ করছে।

  • কুষ্টিয়া
  • হত্যা
  • #