বরিশালে অফিস ভাঙচুরের ঘটনায় মামলা করেছে বিএনপি। শুক্রবার (২৩ আগস্ট) এ মামলা করা হয় বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান। মামলায় নাম উল্লেখ করে আসামি করা হয়েছে সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, সিটি মেয়র খোকন সেরনিয়াবাত এবং নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিক আবদুল্লাহসহ ৩৭১ আওয়ামী লীগ নেতাকর্মীকে। এর বাইরেও অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে ৬০০ থেকে ৭০০ জনকে।
এর আগে একই ধরনের আরও একটি মামলার আবেদন কোতোয়ালি থানায় জমা দিয়েছিলেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন। তবে সেই মামলাটি রেকর্ড করেনি পুলিশ।
নির্ভরযোগ্য সূত্রে জানা গেছ, মামলার বাদী কে হবেন তা নিয়ে অভ্যন্তরীণ বিরোধে শেষ পর্যন্ত মামলাটি গ্রহণ করা হয়নি। সব শেষ আজ মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক বাদী হয়ে মামলাটি করেছেন।
মামলায় বাদী উল্লেখ করেছেন, গত ৪ আগস্ট দুপুরে ৬০০ থেকে ৭০০ জন পিস্তল, শর্টগান, ককটেল, রামদাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে নগরীর সদর রোডে বিএনপির কার্যালয়ে হামলা চালায়। তখন এক ও ২ নং আসামির নির্দেশে ৩, ৪ ও ৬ নং আসামি পিস্তল দিয়ে গুলি করে জনমনে আতঙ্ক সৃষ্টি করেন। এরপর ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হলে আসবাবপত্র, জিয়া স্মৃতি লাইব্রেরির বইসহ মূল্যবান জিনিসপত্র নষ্ট হয়।