নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৪ মাস আগে

আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের স্বাগতিক ছিল বাংলাদেশ। কিন্তু রাজনৈতিক পালা বদলের মধ্যে নিরাপত্তার কথা ভেবে বিশ্বকাপ বাংলাদেশ থেকে সরিয়ে নেয়া হয়। নতুন আয়োজক হিসেবে ঘোষণা করা হয় সংযুক্ত আরব আমিরাতের নাম। এবার বিশ্বকাপের পরিবর্তিত সূচিও প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।

সোমবার (২৬ আগস্ট) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফিক্সচার প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। ঘোষিত সূচি অনুযায়ী দুবাই ও শারজায় হবে টুর্নামেন্টের নবম আসরের ম্যাচগুলো। ৩ অক্টোবর শুরু হয়ে এবারের আসর শেষ হবে ২০ অক্টোবর।

আইসিসির প্রকাশিত নতুন সূচিতে বাংলাদেশকে ম্যাচ খেলতে হবে সংযুক্ত আরব আমিরাতের দু’টি ভেন্যুতেই। ‘বি’ গ্রুপে থাকা বাংলাদেশ শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে খেলবে স্কটল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে জাহানারা আলম, জ্যোতিদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকা।

টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই মাঠে নামছে আয়োজক বাংলাদেশ। ৩ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে তারা। ৫ অক্টোবর বাংলাদেশের প্রতিপক্ষ ইংলিশরা। সেই ম্যাচের পর বেশ কয়েকদিন বিশ্রামের সুযোগ পাবেন জ্যোতিরা। যদিও সেই সময় পরের দুই ম্যাচ খেলতে শারজাহ থেকে দুবাইয়ে ভ্রমণ করতে হবে তাদেরকে।

নিজেদের তৃতীয় ম্যাচে ১০ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে খেলবে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ সাউথ আফ্রিকা। ম্যাচটি দুবাইয়ে হবে ১২ অক্টোবর। এদিকে ‘এ’ গ্রুপে অস্ট্রেলিয়ার সঙ্গে রাখা হয়েছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ডকে।

ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচটি হবে ৬ অক্টোবর, দুবাইয়ে। ১০ দলের টুর্নামেন্টের সেমিফাইনাল দুটি হবে ১৭ ও ১৮ অক্টোবর। যেখানে প্রথমটি দুবাইয়ে এবং দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে শারজাহ। ১৮ দিনের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল হবে ২০ অক্টোবর, দুবাইয়ে।

  • নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ
  • #